হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৫নং কালিপুর ইউনিয়ন শাখার অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) গুনাগরিস্থ মারকাজুত তালিম আল ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সভাপতি মাওলানা নূর মোহাম্মদ কিবরিয়া ও সেক্রেটারি মাওলানা আহমদ নাসির।
বক্তব্য রাখেন বাঁশখালী উপজলা শাখার উপদেষ্টা মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, হযরত মাওলানা ইসমাইল, মাওলানা মবিনুল হক, মাওলানা নুরুন্নবী, মাওলানা ওয়াহিদুল্লাহ, মাওলানা এনায়েতুল্লাহ, মুফতী খোবাইব, মুফতী সালেম বিন আব্দুল করিম, হাফেজ সাইফুল ইসলাম সহ অত্র ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
আজকের বৈঠকে সকলের পরিচিতি ও বিভিন্ন এজেন্ডা নির্ধারণসহ আগামী দিনের বিভিন্ন পরিকল্পনাকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়। পরে মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বক্তারা বলেন, দ্বীন প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা সার্বভৌম অক্ষুন্ন রাখার জন্য নাস্তিক ও খোদাদ্রোহি দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতের মত সামনেও প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ।