সরকার হেফাজত ইসলামের বিরুদ্ধে মামলা করেনি, মামলা করেছে সংক্ষুদ্ধ একটি পক্ষ। বিচার বিভাগ স্বাধীন, যে কেউ অন্যায়ের প্রতিকার চাইতে পারে, মামলা করতে পারে, এখানে সরকারের কিছু করার নেই।
হেফাজতের প্রয়াত আমীর আহমদ শফি’র মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারে হেফাজত ইসলামের হুঁশিয়ারি প্রসঙ্গে খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান এমপি।
এসময় তিনি আরো বলেন, “মামলা করা নাগরিক অধিকার, কেউ যদি মনে করে অন্যায় হয়েছে, সংক্ষুদ্ধ হয়েছে তারা মামলা করেছে, যে কেউ মামলা করতে পারে।”
দেশজুড়ে ভাস্কর্যের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে একটি নির্দেশ রয়েছে। সরকার সেই অনুযায়ী কাজ করছে। ভাস্কর্য আমাদের ইতিহাসের অংশ এটি রক্ষার দায়িত্ব সবার।”
এর আগে আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসর্পোট কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুরে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল।
এর মধ্যে দিয়ে দেশের ৬৪ জেলায় ই-পাসপোর্ট সেবার আওতায় এসেছে। এসময় বক্তব্য রাখেন সুরক্ষা সেবা বিভাগের সচিব শহীদুজ্জামান, পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী, স্থানীয় সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের আওতায় এসেছে। ই-পাসপোর্টে পলিমারের তৈরি কার্ড ও অ্যান্টেনা থাকবে। কার্ডের ভিতরে থাকা চিপে পাসপোর্ট বাহকের যাবতীয় তথ্য থাকবে। এতে যেকোনো দেশের কর্তৃপক্ষ ভ্রমণকারী সম্পর্কে সহজেই সব তথ্য জানতে পারবে।
ই-পাসর্পোট সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী অপু প্রমুখ।
আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটিতেও ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
এসময় রাঙামাটিতে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক শাহ অলিউল্লাহ, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, স্কোয়াড্রন লিডার মেহেরান আলি, রাঙামাটির সিনিয়র আইনজীবী এডভোকেট প্রতীম রায় পাম্পু, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহিদুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে ই-পাসপোর্ট বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।