হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

হেফাজত ইসলাম কেন্দ্র ঘোষিত জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল বিক্ষোভ সমাবেশ ও পরবর্তী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ কুরআন সুন্নাহর আলোকে কেন্দ্র ঘোষিত ৪ দফার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তা বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং ৪ দফা বাস্তবায়নে আগামী ৩রা মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জনসমাবেশে সর্বস্তরের দ্বীনপ্রেমী জনগণকে অংশগ্রহণ করার উদাত্ত আহবান জানান। এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাওলানা লোকমান হাকিম নায়েবে আমির ও মুহতামিম মোজাহেরুল উলুম মাদ্রাসা। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নায়েব আমির মৌলানা আলি উসমান। আরো বক্তব্য রাখেন মাওলানা হাফেজ সায়েম উল্লাহ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক, মাওলানা ফয়সাল কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক, মাওলানা কামরুল ইসলাম কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, মাওলানা জাকারিয়া মাদানী কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক, মাওলানা নুরুন্নবী, কলিমুল্লা, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আনাস বিন আব্বাস, মাওলানা এনায়েত উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা নাগরিক পরিষদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘টেডএক্স চুয়েট’