হেফাজতের ১৬ মামলা তদন্ত করবে পিবিআই

আরো ২ নেতা গ্রেপ্তার

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

ছয় জেলায় তাণ্ডবের অভিযোগে হেফাজত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১৬টি মামলা তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার দুপুরে পিবিআইর প্রধান বনজ কুমার মজুমদার বলেছেন, ‘দ্রুত তদন্ত করতে মামলাগুলো পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের জন্য একজন এএসপির নেতৃত্বে একটি তদারকি টিম গঠন করা হয়েছে।’ এদিকে হেফাজতের আরো দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাথী। গতকাল পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পিবিআই সূত্রে জানা গেছে, ২৬ মার্চের পর মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে বেশকিছু মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে ১৬টি মামলার তদন্তভার পেয়েছে পিবিআই। অগ্নিসংযোগ, হত্যাচেষ্টা ও ধ্বংসাত্মক কার্যক্রমসহ নানা অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া এবং আসামিদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রসঙ্গত, সমপ্রতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সহিংসতা ও ভাঙচুর করে হেফাজতে ইসলাম। এসব ঘটনায় পুলিশ মামলাগুলো দায়ের করে। ইতোমধ্যেই বেশকিছু মামলায় তদন্ত শুরু করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অংশ হিসেবেই হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৬ কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী।
আরো দুই নেতা গ্রেপ্তার : মতিঝিলে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় হেফাজতের ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মানিকগঞ্জের সিংগাইর থেকে গতকাল ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানিয়েছেন। তিনি বলেন, হেফাজতের সামপ্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে সংগঠনটির ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বিকালে বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ২০১৩ সালে শাপলা চত্বর এলাকা নাশকতার সাথে জড়িত ছিলেন ইহতেশাম। সমপ্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে যে নাশকতা হয়েছে, তার সাথেও এই নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইহতেশামকে আজ আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান মাহবুব।

পূর্ববর্তী নিবন্ধতালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই : বাবুনগরী
পরবর্তী নিবন্ধমামুনুল কাণ্ডে ভাংচুর হেফাজত নেতার জবানবন্দি