হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে ওইদিন রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী সাংবাদিকদের বলেন, হুজুরকে প্রথমে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জাতীয় প্রেসক্লাবে হেফাজতের শনিবারের ওলামা মাশায়েখ সম্মেলন নিয়ে কয়েকদিন ধরেই ব্যস্ত ছিলেন আল্লামা নুরুল ইসলাম। রাতেও ঠিকমত ঘুমাননি। অনুষ্ঠান শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। তার সুস্থতার জন্য হেফাজতে ইসলাম ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে হেফাজত ইসলাম।
জিহাদির ছেলে মোর্শেদ বিন নূর গণমাধ্যমকে বলেন, গত শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন আব্বা। হার্ট অ্যাটাকের মধ্যে চিকিৎসা না নেওয়ায় ক্ষতিটা বেশি হয়েছে। সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।