হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের গ্রেফতার

| রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

হেফাজত ইসলামের নায়েবে আমির ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম আগারগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল আলম। খবর বিডিনিউজের।
তিনি বলেন, তার বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও পোড়াও, ভাংচুর মামলা ছাড়াও সামপ্রতিক সময়ে মতিঝিলে নাশকতামূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল জানান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের বর্তমানে হেফাজত ইসলামের নায়েবে আমিরের দায়িত্বে রয়েছেন। এ নিয়ে গত কয়েকদিন বেশ কয়েকজন হেফাজতে ইসলামের শীর্ষ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।
এদের বেশিরভাগের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতায় এবং সমপ্রতি মতিঝিল এলাকায় নাশকতার ঘটনায় জড়িত থাকার কথা বলেছে পুলিশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উৎসবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীর বাংলাদেশ সফরকালে হেফাজতে ইসলামের বিক্ষোভের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। গত মাসের শেষ দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামেসহ বিভিন্ন স্থানে এসব সহিংসতায় কয়েকজন নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার
পরবর্তী নিবন্ধড্রয়ের পথে ক্যান্ডি টেস্ট