হেফজ সম্পন্নকারী ১২ শিক্ষার্থী পেলো পাগড়ি

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৯ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকায় প্রতিষ্ঠিত খাদিজাতুল কোবরা (রা.) হেফজখানা ও এতিমখানায় কোরআন হেফজ সম্পন্নকারী ১২ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে প্রতিষ্ঠানের বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন আসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা শায়খ আহমাদুল্লাহ ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মুুহাম্মদ শাহজাহান, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ ও ডা. অলক নেওয়ার বাহাদুর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক এম এ কাসেম।

পূর্ববর্তী নিবন্ধজোরকদমে এগুনোর অঙ্গীকার রাশিয়ার
পরবর্তী নিবন্ধ১২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার