দক্ষিণ এশিয়ার বৃহৎ সমবায়ী প্রতিষ্ঠান চকরিয়ার উপকূলীয় বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক মো. মঈন উদ্দিন শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে জেলা সমবায় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আক্রান্ত সম্পাদক মঈন উদ্দিন বলেন, প্রতি বছরের ন্যায় সমিতির অধিভুক্ত প্রায় ১৫০০ একরের ১১টি চিংড়ি ও মিঠা পানির মৎস্য প্রকল্পের নিলাম দেয়ার বিষয়ে সমিতির নেতৃবৃন্দকে জেলা সমবায় কর্মকর্তা তলব করেন। সে অনুযায়ী বুধবার বিকেলে সভাপতি দেলোয়ার হোসেনসহ পরিচালকবৃন্দ জেলা সমবায় কার্যালয়ে উপস্থিত হন। এ সময় আমি নির্দিষ্ট সময় অনুযায়ী নিলাম কার্যক্রম সম্পন্ন করতে জেলা সমবায় কর্মকর্তাকে অনুরোধ করি। তখনই আমার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেন সভাপতি ও তার অনুগত সহ–সভাপতি কামাল উদ্দিন বাবুল ও পরিচালক জিয়া উদ্দিন। পরে সমবায় কার্যালয়ের বাইরে এসে আমার সঙ্গে বিবাদে জড়ান তারা। এ সময় সভাপতির ইন্ধনে সহ–সভাপতি কামাল উদ্দিন বাবুল ও পরিচালক জিয়া উদ্দিন প্রকাশ্যে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে একটু হাতাহাতি হয়েছে। বলার মত তেমন কোনো ঘটনা ঘটেনি।