হেনরি ফাইনালে থাকবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

কাঁধের ইনজুরি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাট হেনরির খেলা নিয়ে জেগেছে শঙ্কা। শিরোপা লড়াইয়ে নামার ৪৮ ঘন্টা আগে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, এই পেসারের ফিটনেসের অবস্থা এখনও ‘কিছুটা অজানা। লাহোরে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিংয়ের সময় হাইনরিখ ক্লসেনের ক্যাচ নেওয়ার সময় কাঁধে আঘাত পান হেনরি। তখন মাঠ ছেড়ে গেলেও পরে ফিরে এসে দুই ওভার বোলিং করেন তিনি। মাঠে ডাইভ করতেও দেখা যায় তাকে। আগামীকাল রোববার দুবাইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তবে হেনরির খেলা নিয়ে শুক্রবার নিশ্চিত করে কিছু বলতে পারেননি কোচ স্টেড। আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক দিক হলো, বোলিং করার জন্য সে আবার মাঠে ফিরে এসেছিল। আমরা তার কিছু স্ক্যান করেছি এবং এই ম্যাচে খেলার জন্য প্রতিটি সুযোগ তাকে আমরা দেব। কিন্তু এই পর্যায়ে তার ফিটনেসের অবস্থা এখনও কিছুটা অজানা। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হেনরি। চার ম্যাচে ১৬.৭০ গড়ে তার উইকেট ১০টি। গ্রুপ পর্বে দুবাইয়ে ভারতকে আড়াইশর নিচে আটকে রাখতে ৪৮ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার তিনিই। ম্যাচটি যদিও হেরে যায় নিউজিল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধকাবাডিতে থাইল্যান্ডকে হারিয়ে ইরানের সামনে বাংলাদেশের নারীরা
পরবর্তী নিবন্ধ১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার