হেদায়েতুল ইসলাম ছিলেন দলের নিবেদিত প্রাণ নেতা

মৃত্যুবার্ষিকীর আলোচনায় ডা. শাহাদাত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৬:০৫ পূর্বাহ্ণ

দলের সংকটে নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম হেদায়েতুল ইসলাম সাহসী নেতৃত্ব দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, হেদায়েতুল ইসলাম দলের একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দলের সব সংকটকালে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন। চট্টগ্রামে বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে তার ভূমিকা ছিল অপরিসীম।
গতকাল মঙ্গলবার আন্দরকিল্লাস্থ কদম মোবারক মসজিদে হেদায়েতুল ইসলামের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির দোয়া মাহফিলে এ কথা বলেন। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, হেদায়েতুল ইসলাম দলের দুঃসময়ে শুধু যুবদলই নয় বরং বিএনপি, ছাত্রদল, শ্রমিক দলকে সুসংগঠিক করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কদম মোবারক শাহী মসজিদের খতিব মাওলানা ইকরাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুন জামান, ইকবাল চৌধুরী, শাহ আলম, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মো. ইদ্রিস আলী, আবু মুছা, মোস্তাফিজুর রহমান বুলু, আবদুল হাই প্রমুখ।
নগর যুবদল : হেদায়েতুল ইসলাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর যুবদলের দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ হেদায়েতুল ইসলাম চৌধুরী, যুবদল নেতা ইকবাল হোসেন, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুল হাসান বাবু, মো. আলী সাকি মোশাররফ হোসাইন, মো. হুমায়ুন কবীর, আবদুল হামিদ পিন্টু, শাহীন পাটওয়ারী, এমদাদুল হক বাদশা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা জামাল উল্লাহর স্মরণসভা
পরবর্তী নিবন্ধরাঙামাটি কলেজে একাদশ শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা শুরু