অন্যান্য উচ্চ শব্দের মতো হেডফোনও কানের ক্ষতি করে। যাকে বলে ‘নয়েস–ইনডিউসড হিয়ারিং লস’ বা ‘উচ্চ শব্দ–প্ররোচিত শ্রবণশক্তি হ্রাস’। কানের ভেতর ছোট ছোট রোম সংবেদক হিসেবে কাজ করে। হেডফোন ব্যবহারে উচ্চ শব্দের কারণে এই রোমগুলো অবনত হয়ে যায়। দীর্ঘক্ষণ এমনটা চলতে থাকলে কানের ক্ষতি হয়। টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মুম্বাইয়ের ‘স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হস্পিটাল’য়ের পরামর্শক ও বিভাগীয় সমন্বয়ক ডা. স্মিতা নাগাঙ্কর বলেন, শুধু হেডফোনের উচ্চ শব্দই নয়, মাঝারি শব্দও শ্রবণশক্তির ক্ষতি করতে পারে। শব্দের স্থায়িত্বের ওপরেও কানে ক্ষতি হওয়া নির্ভর করে। যেমন– খোলা মাঠে দীর্ঘ সময় কনসার্ট শোনা কানের কাছে বন্দুকের গুলির শব্দের মতোই ক্ষতিকর, বলেন এই চিকিৎসক। খবর বিডিনিউজের।
‘বিএমজে’ সাময়িকীতে প্রকাশিত ২০২২ সালের করা গবেষণার উদ্ধৃতি দিয়ে ডা. নাগাঙ্কর জানান, এক বিলিয়নের বেশি তরুণরা শ্রবণশক্তি হ্রাসের শিকার। যার অন্যতম কারণের মধ্যে রয়েছে অডিও ডিভাইস যেমন– হেডফোন ও ইয়ারবাড ইত্যাদির ব্যবহার।