হৃদয়-রুবেলে ম্যাচ জিতে প্লে অফে সিলেট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

এবারের বিপিএলে অপ্রতিরোধ্য সিলেট স্ট্রাইকার্স। এরই মধ্যে চলতি আসরে প্লে অফ নিশ্চিত হয়ে গেছে মাশরাফির দলের। নিজেদের মাঠে বিপিএলের চতুর্থ পর্ব শুরুটা করেছিল হার দিয়ে। যা ছিল পুরো টুর্নামেন্টে তাদের দ্বিতীয় পরাজয়। তবে পরের দুই ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটা আরো মজবুত করল সিলেট। গতকাল তামিমের খুলনাকে ৩১ রানে হারিয়েছে সিলেট। যা তাদের দশম ম্যাচে অষ্টম জয়। তাদের পয়েন্ট এখন ১৬। অপরদিকে ক্ষীণ সম্ভাবনা থাকলেও সেটাকে কাজে লাগাতে পারেনি তামিমের খুলনা। আরো একটি হারে নক আউট পর্ব আরো কঠিন হয়ে গেল খুলনার জন্য। বলা যায়এখন এক রকম অসম্ভব খুলনার জন্য। কারণ ৮ ম্যাচে তাদের জয় কেবল দুটি। তৌহিদ হৃদয়ের দারুণ ব্যাটিংয়ের পর রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আরো একটি সহজ জয় পেল সিলেট।

পূর্ববর্তী নিবন্ধধামা দিয়ে কুপিয়ে ছাত্রলীগ কর্মীকে রক্তাক্ত জখম
পরবর্তী নিবন্ধচসিক প্রকল্প পরিচালকের উপর হামলার প্রতিবাদ