হৃদয়ে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করতে হবে

বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৮:৩৬ পূর্বাহ্ণ

নানা আয়োজনে চট্টগ্রামে বিভিন্ন সংগঠন বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীকে রুখে দাঁড়ানোর জন্য হৃদয়ে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করতে হবে।
এম এ লতিফ এমপি : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিজয় দিবস উপলক্ষে এমএ লতিফ এমপির উদ্যোগে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নীচ তলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া। ব্যারিস্টার কলেজ ছাত্রসংসদের ভিপি জাহিদ হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর আসলাম, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ মোল্লা, সালাউদ্দিন ইবনে আহম্মদ, ফরিদ আহম্মদ কন্ট্রাক্টর, সেলীম আফজল, সৈয়দ আহামদ বাদল, আব্দুল মতিন মাস্টার, ইমাম হোসেন, আবু তাহের রাজু, ইকবাল আল নুরী, আকতার হোসেন, সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ বাবলা, আরিফ, হালিমা বারেক। উপস্থিত ছিলেন- এজাহার মিয়া, আব্দুর শুক্কুর, কামাল উদ্দিন চৌধুরী মাসুদুর রহমান মাসুদ, মোস্তফা কামাল টিপু, জাহেদ আলী, নেছার মিয়া আজিজ, শাকির, সিরাজুল ইসলাম শাকিল, রাশেদ জোবাইরী, নুর উদ্দিন মারুফ, মো. একরাম, আকবর আলী, মো. জুয়েল।
মুজিব সেনা : মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে আলোচনা সভা মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহাবুব আলম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় হালিশহরে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে। স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে মুজিব সেনার নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। বক্তব্য রাখেন মাহবুবুর রহমান মাহফুজ, সাদেকুর রহমান সাদেক, ফসিউল আলম সমীর, ইসমাইল আজাদ, জাহাঙ্গীর আলম, আলমগীর বাদশা, হাসনাতুজ্জামান, জাহিদুল ইসলাম রায়সুল, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, জাহেদ হোসেন, হানিফ লিটন প্রমুখ।
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় : অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১ম থেকে ১০ম শ্রেণির প্রায় দুইশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপ্তি সেন গুপ্তা। এই অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে সহকারী শিক্ষক জনাব ফারহানা আকতার সহ বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব কাজী সুলতানা ইয়াসমিন।
নগর মটর চালক লীগ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মটর চালক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে উপস্থিত ছিলেন মহানগর সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, শামীম, জসিম উদ্দিন জয়, ইমরান মাহমুদ রনি, সৃজন মাহমুদ, আলী হোসেন, বিধান, ফারুক নাছির, নুরুছাপা, শহীদুল ইসলাম শহীদ, বেলাল, সাইফুল ইসলাম, জাহেদ আলম, মানিক, নিটন শীল।
বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ : বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বোয়ালখালী কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ মাসুদ, উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান বাপ্পি, উপ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রিমন, উপ-প্রচার সম্পাদক জয় দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন সূত্রধর, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের জুয়েল নাথ, নাদিম, আজগর, জহুরুল, সায়েম, কাকন সেন, রংধনু সেন প্রমুখ।
কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুল : সাম্প্রদায়িক শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীকে রুখে দাড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। শুক্রবার কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুল মাঠে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়ামী পরিবারের সমাবেশ এবং বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন পরিষদের আহবায়ক চৌধুরী মো. আলীর সভাপতিত্বে এবং জহির উদ্দিন মো. বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য এম.এ.জাফর, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চৌধুরী, নুরউদ্দিন চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, দিলীপ কুমার দাশ, এম.এ.সালাম, আনছারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমদাদুল হাসান বাবু, সোয়েব ইসলাম, কুতুব উদ্দিন, আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম, মাহমুদুর রহমান মান্না, নুরুল কবির, মো. ইলিয়াছ, নুরুল আবছার আজম খান, দেলোয়ার হোসেন সিরাজ, জামশেদ আলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমজাদ হোসেন চৌধুরী, আসিফ ইসলাম, গিয়াস উদ্দিন চৌধুরী, মো. ইদ্রিস মিঠু, সিরাজুদ্দৌলা নিপু, মো. ইদ্রিস, নিজাম উদ্দিন, আব্দুল কাইয়ুম, ঝন্টু ভট্টাচার্য, উজ্জ্বল দে, টুন্টু দাশ বিজয়, জমির উদ্দিন মাসুদ, আবুল হাসান সৈকত, শেখ মামুনুর রশীদ, ফেরদৌস মাহমুদ আলমগীর, আফগানী বাবু, মো. ওয়াসিম, মো. জাহাঙ্গীর, পাভেল ইসলাম, আরাফাত রুবেল, প্রকৌশলী মিজানুর রহমান জনি, ফয়সাল বিন নিজাম, নাঈম উদ্দিন তৌসিফ, তৌহিদুল ইসলাম, ইরফানুল আলম তানিম, হিমেল মজুমদার, আনন্দ আচার্য, তুষার আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে সম্মুখভাগে জাতীয় পতাকা এবং ব্যান্ডের দেশাত্মবোধক গানের তালে বিশাল র‌্যালিটি উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কমিউনিটি সেন্টার মোড়, ঈশান মহাজন সড়ক হয়ে কর্ণেল হাট বাজারে এসে শেষ হয়।
যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বৃহস্পতিবার বিজয় মিছিল ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুঃস্থ ও গরীব মানুষের শীতবস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন নায়েবুল ইসলাম ফটিক, এফ এ চৌধুরী বাদল, আক্তাজ্জামান ময়না, মো. মিন্টু, ইমতিয়াজ বাবলা, মো. ইসমাইল, মো. শহীদ, মো. হানিফ, পারভীন সুলতানা, ফরহাদ আব্দুল্লাহ, রেজাউল করিম মামুন, মো. সোহেল রানা, মো. সালাউদ্দীন, কাজী মো. আরিফ মনিরুল হক, শাহজান বাপ্পী, জহির রায়হান, অর্জুন দাশ, সাজিবুল ইসলাম সজিব, আবু নাছের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পী, সরোয়ার হোসেন, মো. টিপু, রমজান আলী, হানিফ, মাসুম, এমরান হোসেন, নজরুল, দেওয়ান নাজনীন, শিল্পী দত্ত, রকি দাশ, কিরণ, মমিন, রোকন উদ্দীন, শোয়াইব, মো. সোহেল, মাসুম, দিদার, আকবর, হৃদয় দাশ, জালাল উদ্দীন, জনি, কৌশিক রায়, ফাহিম, রেহমান রাব্বী, জয় দাশ, রিফাত, বায়েজিদ, প্রান্ত, শাবু, মোঃ ইসমাইল হোসেন, হুরন, মো. জসিম, মোঃ জুয়েল, মোঃ সোবাহান, রিপন নিপু চন্দ্র দাশ, খোকন চন্দ্রদাশ, মো. স্বপন, মো. হানিফ মো. মাসুম, মো. রোকন, মো. ফিরোজ, মো. সুমন প্রমুখ।
৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ.লীগ : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড আ.লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও বিজয় র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সভা সঞ্চালনা করনে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম। এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডল, পতেঙ্গা থানা আ.লীগের যুগ্ম আহব্বায়ক এএসএম ইসলাম, সহ সভাপতি নরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আবুল হোসেন, ওয়াহিদুল আলম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, ইসলাম, সৈয়দ হোসেন, জাবেদ হোসেন, ওয়াহিদুল আলম চৌধুরী, মাইনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, মো. লোকমান, ফোরকান, লোকমান হাকিম, হারুন মেম্বার, বেলাল, ইয়াছিন, কামরুল হাসান, সোহেল, ওমর ফারুক, হাসান হাবিব সেতু প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল : মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, ডক বন্দর অঞ্চলের উদ্যোগে ৩নং জেটি এলাকায় এক আলোচনা সভা আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ক্রাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক বক্তিয়ার উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন ডক বন্দর কর্মচারী ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদ এ্যাডভোকেট মাহফুজুর রহমান খান, আক্তার উদ্দিন খান, জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উইন্সম্যন কল্যাণ সমিতির সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক মিজান, কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইদ্রিস কেরানি ও সভাপতি জনী, স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ফেরদৌস আলম, মহিউদ্দিন মহাজন, নুর আলম, জাবেদ, সুদাম, জাহেদ, দিদার, ইকরাম, ইকবাল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আর চৌধুরী বাবু।
মৎস্যজীবী লীগ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের আয়োজনে আলোচনা সভা নতুন ফিশারিঘাট অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের আহবায়ক আমিনুল হক (বাবুল সরকার)। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাহেদ হায়দার খান, এএকেএম ফজলুল হক, হাজী কাউসারুজ্জামান, হাজী জয়নাল আবেদীন, প্রবীর দাশ, হাফেজ ইসমাইল, এরশাদুল আলম, সেলিম উল্লাহ, মো. ইব্রাহিম, নগর সদস্য শামসুল আলম, আবুল বশর, সুজিত দাশ, কোতোয়ালী থানার আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব সাইফুউদ্দিন রাসেল, মো. মোস্তফা, মো. মুনাফ, আব্দুর নুর টিপু, নাছির উদ্দিন, মো. জসিম, মো. হাবিব, মো. ইউসুফ, মো. তসিফ, কাঞ্চন, এমদাদুল হক, মোস্তফা হেলাল, রাসেল বড়ুয়া, হাসান মাহবুব, মো. সুমন, প্রমুখ।
সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজ : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সীতাকুণ্ড ‘ছোট দারোগার হাট তাহের-মনজুর কলেজ’- এর উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এ উপলক্ষে কলেজের হল রুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। আলোচনা সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম। কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক তন্ময় আচার্য্যর পরিচালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের প্রভাষক আজম উদ্দীন। বক্তব্য রাখেন ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রভাষক এ.কে.এম শাহনেওয়াজ, হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. নুরুচ্ছাফা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক মুহাম্মদ আলাউদ্দিন। কবিতা পাঠ করেন বাংলা বিষয়ের প্রভাষক মিনু রানী মিত্র। আলোচনা সভার পর প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম।
কাপ্তাই : কাপ্তাই প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় ৫০তম মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে বিজয় দিবস উদযাপনের শুভ সূচনা করেন উপজেলা চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এ উপলক্ষে উপজেলা সদর বরইছড়িতে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্ণিল আয়োজন করা হয়। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার, বিজিবি এবং নৌ বাহিনীর সদস্যসহ বিভিন্ন সংস্থার অংশগ্রহণে বিজয় দিবসে উদযাপন কর্মসূচি শুরু হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মার্চ পাস্ট ও শরীর চর্চা প্রদর্শন করে। বিজয় দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে ঝুলন দত্তের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
স্পৃহা : নগরীর দক্ষিণ কাট্টলী ১১নং ওয়ার্ডস্থ চুনাফ্যাক্টরির মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির আয়োজনে ও ক্যামব্রিজ গ্রামার স্কুলের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জমির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও বাত জ্বর বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি পপুলার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল জলিল, ডা. এম এ হান্নান এবং আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ডা. জিতেন চন্দ্র শীল, প্রবাল ভট্টাচার্য, ইকবাল হোসেন, সভাপতি ইদ্রিস আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন সিয়াম, অর্থ সম্পাদক শাহ আলম, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, বাবলু দেবনাথ, নয়ন সরকার, ফরহাদ হোসেন, নূর মোহাম্মদ চৌধুরী, সেলিম সিদ্দিকী, আব্দুল মান্নান মাস্টার, জামাল উদ্দিন, মো. রুবেল, আজিজ, ক্যামব্রিজ গ্রামার স্কুলের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আবির, হুমায়ুন কবির নিশাদ, রাসেলসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর মহিলা শ্রমিকলীগ : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকলীগের সভাপতি নাসরিন আকতার নাহিদার নেতৃত্বে ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা মহানগর মহিলা শ্রমিকলীগের সভাপতি নাসরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মহিলা শ্রমিকলীগের নগর সহ-সভাপতি জাহিছিয়ার নূর রুজি, সহ-সভাপতি নাজমিন আকতার রুবি, মনোয়ারা বেগম লাকী, আয়েশা ছিদ্দিকা, আসমা আকতার, খালেদা নাসরিন, জিন্নাত আরা বেগম, মুন্নি, বেবী, রোমেনা বেগম, মুন্নী, আমেনা বেগম, দ্বিপ্তী, মনিরা প্রমুখ।

সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ : চট্টগ্রাম মহানগরীর সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলানা ইরফানুল হকের পবিত্র কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানের সূচনা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের সাংস্কৃতিক বিভাগ। চীফ কো-অর্ডিনেটর মুহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ চৌধুরী মো. মহিউদ্দীন মন্নান। প্রজ্ঞামিতা রায়ের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন মামুনুর রশীদ, সৈয়দ মোঃ মুরশেদ, রিংকি দাশ, মোরশেদ আলম, লিয়াকত হোসেন চৌধুরী (জিতু)। দেশাত্মবোধক আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন মুক্তা দাশ, নাছিমা আক্তার এবং সোমা সেন গুপ্তা। আলোচনা সভায় একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধে উজ্জ্বীবিত জাতি গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজ : কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়। শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ আবু বকর সিকদারের সভাপতিত্বে শিক্ষক আজিম উদ্দীন আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আসমাউল হুসনা তুহিন, কাকলী বড়ুয়া, প্রদীপ কুমার নাথ, আবদুল হান্নান, সমরজিৎ দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিজয় মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা
পরবর্তী নিবন্ধশবনম ফারিয়ার অভিযোগ যা বললেন সাবেক স্বামী