আমার শহরে যখন বৃষ্টি নামে নির্জনতার আঁচল খুলে
এ মন তখন তোমায় খোঁজে
সঙ্গী হয়ে হাঁটবে বলে
কিছু কথা কথা হারায় চোখের নেশায় সঙ্গোপনে
কিছু স্বপ্ন জাগে ছুঁয়ে নীরবতায় মনে মনে
কিছু প্রেম অভিমানে সরে দূরে অনুরাগে
একটু চাওয়া একটু পাওয়ায় হৃদয়েতে
আবার জাগে
ঝড়ের মুখে জ্বলতে থাকা প্রদীপ শিখা
নিভু নিভু
বৃষ্টিভেজা এমনও সন্ধ্যা যেন না ফুরায় কভু
যায় যদি যাক না রাত এমনও অনুরাগে ছুঁয়ে
প্রাণে প্রাণে মিলে থাকুক কিছু চাওয়া বৃষ্টি হয়ে
তোমার সুরে সুর মিলিয়ে সময় হোক লজ্জাহীনা
বৃষ্টি জলে বেজে উঠুক ধুলোজমা তারের বীণা।
 
        
