হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

| শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৮:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ’। ১০ জানুয়ারি বিকেলে সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ নগরীর চেরাগী মোড় থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে যান। নেতৃবৃন্দ ক্লাব প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বক্তারা বলেন, ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয় লাভ করেছিল। কিন্তু বিজয় পূর্ণতা পেয়েছিল ৭২-এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের এবং মুক্তিযুদ্ধের আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের আত্মার শান্তি কামনা ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পংকজ কুমার দস্তিদার, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, মুক্তিযোদ্ধার সন্তান দীপংকর চৌধুরী কাজল, সাংবাদিক আহসানুল কবির রিটন, অধ্যক্ষ এনামুর রশীদ, অধ্যক্ষ আবদুল মালেক, দুলাল বড়ুয়া, কবি আশীষ সেন, ব্যাংকার মহিউদ্দিন আহমদ, সঙ্গীত শিল্পী সমীরণ পাল, কামাল হোসেন, রেলওয়ে শ্রমিক নেতা মো. নুরুন্নবী, সজল দাশ, রতন ঘোষ, চবির সাবেক ছাত্রলীগ নেতা আরাফাতুল মান্নান ঝিনুক, যুবনেতা মাধব ধর, দীপন ধর, শিপু দে, কৌশিক রায়, শামিম আহমেদ, প্রীতম চন্দ্র দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধচা দেশে দেশে গ্রন্থের প্রকাশনা উৎসব কাল