‘কবিতায় ধ্যানের অনুবর্তী হন কবি। কল্পনাকে নিশ্চুপ করে শব্দে শব্দে চালনা করেন। হৃদয়ের উত্তাপে মননকে শাণিত করেন কবি আহমেদ খালেদ কায়সার। তিনি ছিলেন গম্ভীর ও স্পষ্টবাদী। গত শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে খড়িমাটি থেকে প্রকাশিত কবি আহমেদ খালেদ কায়সারের ‘জেগে থাকে মৃদু বুদবুদ’ কবিতার বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
তারা আরো বলেন, ‘কবি আহমেদ খালেদ কায়সার তার সম্পূর্ণ জীবনকে কবিতায় ধারণ করেছেন। প্রতিটি কবিতাপাঠে বুঝা যায় জীবনের হিসেব-নিকেশে একজন মানুষকে কতটা মানবিক বোধে থাকতে হয়। অকপটে ভালবাসার উজানের দিকে যেতে হয়।’ এসময় তাঁর জীবন ও কবিতা নিয়ে আলোচনা ও কবিতাপাঠে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, কবি সাথী দাশ, আশীষ সেন, রিজোয়ান মাহমুদ, আবসার হাবীব, বিজন মজুমদার, নাজিমুদ্দীন শ্যামল, পুলক পাল, আখতারী ইসলাম, রিমঝিম আহমেদ, উজ্জ্বল বড়ুয়া। স্মৃতিচারণ করেন কবি আহমেদ খালেদ কায়সারের ছোট ভাই কমোডর জোবায়ের আহমদ। কবি আহমেদ খালেদ কায়সারের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, প্রণব চৌধুরী ও শ্রাবণী দাশগুপ্তা। প্রেস বিজ্ঞপ্তি।