হৃদরোগ সচেতনতায় চমেকে আলোচনা সভা

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

হৃদয়ের যন্ত্র হোক সর্বজনীন এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল এবং সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তারেক। হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আশীষ দে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহিম চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. সালেহউদ্দিন সিদ্দিকী, ডা. নুরুদ্দীন জাহাঙ্গীর, ডা. কফিল উদ্দিন, ডা. সাগর চৌধুরী, কনসালটেন্ট ডা. ইকবাল মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সিপিডি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকার্নিশে মাধবীলতা : ফেলে আসা মায়াময় সময়ে ফিরে যাওয়া