হৃদরোগ বিভাগে নতুন সংযোজন হার্ট ফেইলিউর ক্লিনিক

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে চালু হয়েছে হার্ট ফেইলিউর ক্লিনিক। হৃদরোগ সংক্রান্ত জটিলতা থাকা রোগীদের মূলত ফলোআপ সেবা দিতেই নতুন এ উদ্যোগ হৃদরোগ বিভাগের। তাই ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’ হিসেবে নামকরণ করা হলেও মূলত এটি হৃদরোগীদের জন্য ফলোআপ ক্লিনিক হিসেবেই পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বিভাগের চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন- আগে চিকিৎসা নেয়া পুরনো হৃদরোগীর পাশাপাশি নতুন করে হৃদরোগ সংক্রান্ত জটিলতায় আক্রান্ত যে কেউ এখানে এসে চিকিৎসা পরামর্শ ও সেবা নিতে পারবেন। সেবায় নিয়োজিত আছেন প্রশিক্ষন প্রাপ্ত চিকিৎসক ও নার্স।
ফলোআপ ক্লিনিকে দেখার পর সংশ্লিষ্ট রোগীকে প্রয়োজনে আন্তঃবিভাগে (ইনডোরে) ভর্তির পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। আর ভর্তির প্রয়োজন না হলে ফলোআপ ক্লিনিক থেকে চিকিৎসা পরামর্শ নিয়েই বাসায় ফিরে যেতে পারছেন রোগীরা। এর মাধ্যমে হৃদরোগ জটিলতায় হাসপাতালে ভর্তি রোগীর হার অনেকটা কমে আসবে বলে মনে করেন হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। তিনি বলেন, কারও যদি হৃদরোগ সংক্রান্ত জটিলতা দেখা দেয়, তবে তিনি প্রথমে আমাদের হার্ট ফলোআপ ক্লিনিকে এসে চিকিৎসা পরামর্শ নেবেন। চিকিৎসক প্রয়োজন মনে করলে ওই রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেবেন। আর ভর্তির প্রয়োজন না থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়েই তিনি বাসায় ফিরে যেতে পারবেন। এর মাধ্যমে অনেক রোগীকে আর হাসপাতালে ভর্তি থাকতে হবে না। এতে করে হৃদরোগ জটিলতায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অনেকাংশে কমে যাবে।
ফলোআপ ক্লিনিকে সেবা : সরেজমিনে দেখা গেছে- হাসপাতালের দ্বিতীয় তলায় হৃদরোগ বিভাগের ৪৩ নং কক্ষটিকে ‘হার্ট ফেইলিউর ক্লিনিক’ হিসেবে চালু করা হয়েছে। একটি টেবিল ও দুটি চেয়ার রয়েছে কক্ষে। পাশেই রোগীর জন্য একটি বিছানা। একটি চেয়ারে বসে রোগী দেখছিলেন হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। পাশে একজন নার্সকেও দাঁড়ানো অবস্থায় দেখা যায়। হার্টের জটিলতা নিয়ে লোহাগাড়া থেকে আসা ওই রোগীকে প্রথমে ইসিজি করার পরামর্শ দেন চিকিৎসক। কিছুক্ষন পর ইসিজি রিপোর্ট নিয়ে আসলে তা দেখে রোগীকে বিস্তারিত চিকিৎসা পরামর্শ লিখে দেয়া হয়। চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে অনেকটা খুশি মনেই বের হতে দেখা যায় ওই রোগীকে।
হৃদরোগ বিভাগ সূত্রে জানা যায়- গত ডিসেম্বরে এই হার্ট ফেইলিউর ক্লিনিকের সেবা কার্যক্রম চালু করা হয়েছে। প্রতি রোববার ও বুধবার (সপ্তাহে ২ দিন) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই ক্লিনিকে সেবা পাচ্ছেন রোগীরা। বিশেষায়িত এ সেবা কার্যক্রমে প্রশিক্ষনপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের নিয়োজিত রাখা হয়েছে বলে জানান হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের ফলোআপ চিকিৎসা পরামর্শ দেয়া হচ্ছে জানিয়ে ডা. প্রবীর কুমার দাশ বলেন- ওষুধ চিকিৎসার পাশাপাশি রোগীদের এখানে পথ্য, ব্যায়াম ও জীবনযাত্রা বিষয়ক পরামর্শও দেয়া হচ্ছে।
হৃদরোগ বিভাগ সংশ্লিষ্টরা বলছেন- হৃদরোগ বাংলাদেশসহ সারাবিশ্বে মৃত্যুর প্রধান কারণ। হৃদরোগের যথার্থ ও সময়োপযোগী চিকিৎসা ব্যবস্থা গ্রহন করা না হলে তা এক পর্যায়ে হার্ট ফেইলিউর সৃষ্টি করে। হার্ট ফেইলিউর ক্লিনিক হৃদরোগীদের জন্য একটি সমন্বিত ব্যবস্থাপনা। যা চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রশিক্ষন ও পুনবার্সন কার্যক্রম গ্রহন করবে। চিকিৎসকের পাশাপাশি পুষ্টিবিদ এবং ফিজিওথেরাপিস্টও রোগীদের পরামর্শদানে নিয়োজিত থাকবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে কিডনি, স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও হৃদরোগের শল্য চিকিৎসকের পরামর্শ গ্রহনপূর্বক একটা সমন্বিত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। প্রশিক্ষন প্রাপ্ত নার্সরা রোগীদের প্রশিক্ষন দানের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় তথ্য জানাবেন। একই সাথে রোগী ও হৃদরোগ বিশেষজ্ঞদের মাঝে যোগসূত্র হিসেবে কাজ করবেন।
রোগীদের জন্য গাইড বই : হার্ট ফেইলিউর ক্লিনিকে চিকিৎসা পরামর্শ নিতে গেলে রোগীকে বিভিন্ন নির্দেশনা সংক্রান্ত একটি গাইড সরবরাহ করা হবে। গাইড বইটিতে রোগীর রোগের বিস্তারিত বিবরণ, পরীক্ষা-নিরীক্ষার তথ্য-উপাত্তসহ বিভিন্ন নির্দেশনা উল্লেখ থাকবে। পরবর্তীতে চিকিৎসা-পরামর্শের জন্য আসলে রোগীকে অবশ্যই এই গাউড বইটি সাথে করে নিয়ে আসতে হবে। এই গাইড বই থেকেই রোগীর বিস্তারিত তথ্য-উপাত্ত পেয়ে যাবেন চিকিৎসক। হৃদরোগ বিভাগের এই উদ্যোগের ফলে হৃদরোগ সংক্রান্ত জটিলতা থাকা রোগীরা উপকৃত হবেন বলে জানান চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন প্রস্তাব তুলছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচার ভেন্যুতে চলছে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ