বর্তমান বিশ্বে হৃদরোগীর সংখ্যা প্রায় ২৫ কোটি। প্রতিবছর ১ কোটি ৮৬ লাখের বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। কোভিড-১৯ এর কারণে এসব রোগী রয়েছেন উচ্চ ঝুঁকিতে। স্বাস্থ্যবিধি ও খাদ্যবিধি মেনে চললে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব হবে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ‘হার্ট এন্ড ভাসকুলার সেন্টার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। হার্ট এন্ড ভাসকুলার সেন্টারের চিফ কো-অর্ডিনেটর ডা. ইরফান চৌধুরীর সঞ্চালনায় কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় চট্টগ্রামে হৃদরোগীর সংখ্যা বেশি। চট্টগ্রামের রোগী যেন স্বল্প খরচে বিশ্বমানের সেবা পায় সেলক্ষে আমরাই সর্বপ্রথম হার্টের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করেছি। হার্টের অপারেশনসহ সকল ধরনের চিকিৎসায় আমরা আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট ডা. আবদুল মোত্তালিব, চিফ কার্ডিওভাসকুলার সার্জন ডা. সারওয়ার কামাল এবং হাসপাতালের ল্যাব ডিরেক্টর সহকারী অধ্যাপক এম এ হাশেম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. আখতার হোসাইন, মেডিকেল ডিরেক্টর ডা. মুজিবুল হক, ডা. কাওয়সার আলম, ডা. নুরুন্নবী, হাসপাতালের ল্যাব পরিচালক এম এ হাসেম, ফিন্যানেন্স ডিরেক্টর ইঞ্জিনিয়ার সিকান্দার, ডিজিএম ফাইন্যান্স আরিফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।