এক সময় উন্নত বিশ্বের রোগ ছিল হৃদরোগ। এখন আমাদের মতো দেশগুলোয় এই রোগের ঝুঁকি বেড়েছে। বর্তমানে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে হৃদরোগ। চট্টগ্রামেও এমন রোগী দিনদিন বাড়ছে। তাই হৃদরোগ প্রতিরোধ করতে হলে আমাদের কর্মদ্যোগ বাড়াতে হবে। গতকাল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট অ্যান্ড ভাসকুলার সেন্টারের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে হৃদরোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আনোয়ারুল হক চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। বক্তারা বলেন, হৃদরোগ প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো সুশৃঙ্খল জীবনযাপন এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস। নিয়মিত ব্যায়াম করা, জাঙ্ক ফুড এড়িয়ে চলা, কম ক্যালোরিযুক্ত খাবার খাওয়া এবং পরিমিত ওজন বজায় রাখা হলো হৃদরোগ প্রতিরোধের কিছু জীবনধারার ব্যবস্থা। হাসপাতালের হার্ট সেন্টারের কো–অডিনেটর ডা. ইরফান চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের চিফ কার্ডিওভাসকুলার সার্জন ডা. সারওয়ার কামাল ও চিফ কার্ডিওলজিন্ট ডা. আবদুল মোত্তালিব। এ সময় আরও উপস্থিত ছিলে মনোরাগ বিশেষজ্ঞ ডা. অধ্যাপক শফিউল হাসান ও হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মুজিবুল হক প্রমুখ।