হৃদরোগের চিকিৎসা ব্যয়বহুল। তবে এ রোগ থেকে বাঁচতে একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ। বিশেষ করে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিহার, নিয়মিত কায়িক পরিশ্রম এবং সচেতন হলে এ রোগ থেকে বাঁচা সম্ভব। তাই চিকিৎসার চেয়ে সকলকে সচেতন হতে হবে। আর সচেতনতাই হৃদরোগে আক্রান্ত ও মৃত্যুর হার কমাতে সক্ষম হবে। গত শুক্রবার রাতে নগরীর একটি হোটেলে আয়োজিত হৃদরোগ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন চট্টগ্রামের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশ হাইপারটেনশন এন্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশন (বিএইচএইচএফএফ) ও চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (সিএসআইসি) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে হৃদরোগের লক্ষণ এবং এই রোগের নানা দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাইপারটেনশন এন্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের সভাপতি ও চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। চিকিৎসকরা বলেন, হৃদরোগ বিশ্বের এক নম্বর ঘাতক রোগ। বিশ্বের প্রায় ৬২ কোটি মানুষ হৃদরোগে আক্রান্ত। হৃদরোগ থেকে বাঁচতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। সবাইকে এ নিয়ে কাজ করতে হবে।
ডা. রাজীব দে’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রউফ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ও সিএসআইসি সভাপতি ডা. আশীষ দে, ডা. নাছির উদ্দিন, ডা. আনিসুল আউয়াল, ডা. নুরুদ্দিন তারেক, ডা. আবুল হোসেন শাহীন, ডা. বিপ্লব ভট্টাচার্য, ডা. রিজোয়ান রেহান, ডা. সালেহউদ্দিন সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সাগর চৌধুরী, কার্ডিয়াক সার্জন ডা. সরওয়ার কামাল প্রমুখ।