চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে জটিল হৃদরোগ আক্রান্ত রোগীর রক্তনালীতে রক্তপ্রবাহ পুনঃচালুকরণ প্রক্রিয়া বিষয়ক এক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে দুই রোগীর হৃদপিণ্ডে ইনট্রাভাসকুলার লিথোট্রিপসি ও রোটাব্লেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সোসাইটি অব কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি এন্ড ইন্টারভেনশন (এসসিআই) বাংলাদেশ চ্যাপ্টার এবং চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (সিএসআইসি) যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. এম.জি আজম। এছাড়া যুক্তরাষ্ট্রের বাংলাদেশী বংশোদ্ভূত খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ নেভাদা হার্ট এন্ড ভাসকুলার সেন্টারের ক্যাথল্যাব পরিচালক এবং ইউনিভার্সিটি অব নেভাদা স্কুল অব মেডিসিনের অধ্যাপক চৌধুরী হাফিজ আহসান। সম্মেলনের পাশাপাশি এ সময় চমেক হাসপাতালের ক্যাথল্যাবে দুজন জটিল হৃদরোগে আক্রান্ত রোগীর হৃদপিণ্ডে ইনট্রাভাসকুলার লিথোট্রিপসি এবং রোটাব্লেশন সফলভাবে সম্পন্ন হয়। হৃদরোগ চিকিৎসার এ দুই সর্বাধুনিক পদ্ধতির প্রয়োগ চট্টগ্রামে এবারই প্রথম। পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দেন অধ্যাপক ডা. এম.জি আজম, অধ্যাপক চৌধুরী হাফিজ আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আশীষ দে এবং সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ডা. রিজোয়ান রেহান। সম্মেলনে চমেক হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহিম চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. নুরুদ্দিন তারেক, ডা. সালেহউদ্দীন সিদ্দিকী, ডা. নুরুদ্দিন জাহাঙ্গীর, ডা. মুহাম্মদ খোরশেদ আলম, ডা. সাগর চৌধুরী, ডা. বিধান রায়, ডা. কফিল উদ্দিন, ডা. সালমা নাহিদসহ চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য হৃদরোগ বিশেষজ্ঞবৃন্দ, ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হতে আগত হৃদরোগ বিশেষজ্ঞগণ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।