হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাথনে অংশগ্রহণকারীর মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ২:১১ অপরাহ্ণ

সেইলর চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথনে অংশগ্রহণকারী এক প্রতিযোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার নাম টুকু জামিন (৪৬)। তিনি পটুয়াখালির বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় নগরের পতেঙ্গা সৈকত থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন তিনি।

ম্যারাথনে অংশগ্রহণকারী শেখ নাহিদ উদ্দীন বলেন, সাত শতাধিক প্রতিযোগী ম্যারাথনে অংশগ্রহণ করেন। চৌচালা এলাকা থেকে ইউটার্ন দিয়ে পুনরায় সৈকত এলাকায় ফিরে আসার পর সকাল ৯টার দিকে টুকু জামিন নামের প্রতিযোগী হঠাৎ পড়ে যান। পরে অ্যাম্বুলেন্সে তাকে স্থানীয় নৌ-বাহিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পতেঙ্গা থানার উপপরিদর্শক মো. সেলিম বলেন, পতেঙ্গায় ম্যারাথন দৌড় শেষে অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে আনা হয়েছিল। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নৌ-বাহিনী হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপড়ের মাস্ক ব্যবহারে ২০ মিনিটেই হতে পারে সংক্রমণ
পরবর্তী নিবন্ধবান্দরবানে স্ত্রীকে হত্যা করে অপহরণ নাটক সাজানো স্বামী গ্রেফতার