হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কবীর সুমন

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী কবীর সুমন। কলকাতার সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, সোমবার দুপুরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সুমনকে। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। বাড়িতেই তিনি অসুস্থবোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন শিল্পী। সুমনের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। খবর বিডিনিউজের।

১৩ বছর পর গেল বছরই ঢাকায় এসে তিনদিন গান শুনিয়ে গেছেন সুমন। উপলক্ষ ছিল তার প্রথম অ্যালবাম ‘তোমাকে চাই’ এর তিন দশক পূর্তি। ১৯৯২ সালের এপ্রিল মাসে প্রকাশিত ‘তোমাকে চাই’ অ্যালবামের জন্য ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও তুমুল আলোচিত হন কবীর সুমন। সেই থেকে অব্যাহত তার সংগীতের চলার পথ। তখন তিনি পরিচিত ছিল সুমন চট্টোপাধ্যায় নামে। পরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে কবীর সুমন নাম ধারণ করেন শিল্পী। বাংলা আধুনিক গানকে নতুন এক দিশা দেখানো ৭৫ বছর বয়সী কবীর সুমন এখন আর নতুন গানের অ্যালবাম বের না কররেও শাস্ত্রীয় সংগীত ও খেয়াল সংগীত নিতে মেতে থাকেন। সোশাল মিডিয়ায় খেয়াল সংগীতও করে থাকেন প্রায়ই।

পূর্ববর্তী নিবন্ধমিথিলার সঙ্গে জুটি বাঁধছেন জিতু
পরবর্তী নিবন্ধশারীরিক শিক্ষা কলেজে আন্তঃ হাউজ ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন