নতুন করে এক ম্যাচের শাস্তি পুনঃবহাল হয় হৃদয়ের। কিন্তু এটিসহ তিনটি বিষয় নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা গতকাল শুক্রবার বসেছিলেন বিসিবি সভাপতির সঙ্গে। এরপরই হৃদয়ের শাস্তি এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দিলো বিসিবি। এদিন সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘গত ১৯ এপ্রিল আম্পায়ার্স কমিটির ইস্যুকৃত শাস্তি বাতিলের সেই সিদ্ধান্তের পর দুই ম্যাচের নিষেধাজ্ঞা পুনঃবহাল করা হয়েছে। এর আগে শাস্তি প্রদানের সিদ্ধান্তটি টেকনিক্যাল গাইডলাইন অনুসারেই দেওয়া হয়েছিল, সেটি এখনও বৈধ এবং এর সঙ্গে সাংঘর্ষিক পরবর্তী আদেশটি (নিষেধাজ্ঞা বাতিল) অবৈধ হয়ে গেছে।’ হৃদয়ের শাস্তি বহাল হলেও সেটি এক বছর পর কার্যকর হবে বলে উল্লেখ করেছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তী আদেশ অকার্যকর হওয়ার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরির পর সভা হয়েছে, যেখানে বিষয়টি আবারও বিবেচনায় নিয়ে ম্যাচ নিষিদ্ধের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল কমিটি। যা কার্যকর হবে ১২ মাস পর (পরবর্তী ডিপিএলের শুরুতে)।’ এদিকে, হৃদয়ের বাড়তি এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল আজ (২৬ এপ্রিল) গাজী গ্রুপের বিপক্ষে মোহামেডানের ম্যাচে। তবে নিষেধাজ্ঞা পেছানোয় এখন সেই ম্যাচে মোহামেডানের জার্সিতে নামতে হৃদয়ের সামনে আর কোনো বাধা নেই। তিনি তার এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করবেন পরবর্তী ডিপিএলের প্রথম ম্যাচে।