হৃদম সংগীত নিকেতনের সংগীত ও নৃত্যানুষ্ঠান

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেছেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা পরিশুদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই শহরের সাথে তাল মিলিয়ে গ্রামেগঞ্জে সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশীয় সংস্কৃতির উন্নয়নে কাজ করতে হবে। তিনি গতকাল শুক্রবার হাটহাজারীর হৃদম সংগীত নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান, পুরস্কার বিতরণ, সংগীত ও নৃত্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা পরিষদ সংলগ্ন একটি কমিনিউটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নির্মল কান্তি চৌধুরী। সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ডা. গোবিন্দ প্রসাদ মহাজন। আমন্ত্রিত অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিপ্লব চক্রবর্তী ও পপি চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন এডভোকেট বাসন্তী প্রভা পালিত, রামকৃঞ্চ চক্রবর্তী, শিক্ষক পিম্পু বড়ুয়া, সাংবাদিক মো. আলাউদ্দীন, সমাজকর্মী জসিম উদ্দিন সিকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রসেনজিৎ দায়িত্ব নিয়ে বিয়ে দিলেন দুর্নিবার-মোহরের
পরবর্তী নিবন্ধনতুন দুই সিনেমায় রুবিনা আলমগীর