হৃদপিণ্ডে অস্ত্রোপচারের পর ‘ফ্যান্টাস্টিক’

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:২২ পূর্বাহ্ণ

‘টার্মিনেটর’ খ্যাত ৭৩ বছর বয়স্ক হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানালেন, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর তিনি ‘ফ্যান্টাস্টিক’ বোধ করছেন। শুক্রবার এই তথ্য প্রকাশ করার মাধ্যমে আরও জানা যায়, তার হৃদপিণ্ডে নতুন ‘এওর্টিক ভাল্ব’ প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলতে গেলে, হৃদযন্ত্রের মাধ্যমে সঠিক পথে রক্ত চলাচল করতে সাহায্য করে ‘এওর্টিক ভাল্ব’। খবর বিডিনিউজের।
আর্নল্ড শোয়ার্জনেগার টুইটারে হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে আরও লেখেন, ‘ক্লিভল্যান্ড ক্লিনিকের সদস্যদের ধন্যবাদ। আমি এরমধ্যেই দারুণ বোধ করছি। আর ক্লিভল্যান্ডে হেঁটে বেড়িয়ে উপভোগ করছি। প্রত্যেকটা নার্স ও চিকিৎসদের আবারও ধন্যবাদ।’
শোয়ার্জনেগার তার টুইটার ও ফেসবুকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা-সহ, ঘোরাঘুরি বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন। এই পোস্টের সূত্র ধরে ইউএসএটুডে ডটকম জানায়, জন্মগতভাবেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে পৃথিবীতে এসেছেন এই অ্যাকশন হিরো।

পূর্ববর্তী নিবন্ধহালদার মৎস্য সম্পদ রক্ষায় বাঁচাতে হবে ডলফিনকে
পরবর্তী নিবন্ধজেলে যাওয়ার শঙ্কায় কঙ্গনা