চট্টগ্রামে বিএনপির সমাবেশে মানবতাবিরোধী অপরাধে আদালতের রায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সভা করেছে রাউজান মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হুম্মাম কাদের দেশে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়ার চেষ্টায় নেমেছে। অপরাধীকে শহীদ দাবি করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে।
গতকাল শনিবার রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা মুক্তিযোদ্ধ সাংসদ কমান্ডার আবু জাফর চৌধুরী।
বক্তব্য রাখেন রাউজান হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধ কানু চন্দ্র সরকার, ফণি ভূষণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা দুলা মিয়া, কুদ্দুস মাস্টার, সুনিল চক্রবর্তী, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, বাদল চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোসলেহ উদ্দিন কাউসার, সাধারণ সম্পাদক সত্য রঞ্জন দাশ, আবু সালেহ সুমন, বকুল বড়ুয়া, রুবেল পালিত, খোরশেদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।