প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক ও গীতিকার হুমায়ূন আহমেদের লেখা শেষ গান প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। আজ আমাদের ছুটি/ছুটির নূপুর বাজে রিন ঝিন/আকাশের গায়ে রোদ্দুর/পাগলা হাওয়ার দিন’ এমন কথার গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। হুমায়ূন আহমেদের লেখা গানটি ‘নির্বাসন’ নামের একটি সিনেমায় সংযোজন করার কথা ছিল। সিনেমাটির মহরত হলেও এটি আর নির্মাণ করা হয়নি। গানটি দিয়েই ‘নির্বাসন’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছিল।
গানটির কিছু কিছু টেকনিক্যাল কাজ এখনও বাকি। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। তবে কে মিউজিক ভিডিও নির্মাণ করবেন তা এখনো ঠিক করা হয়নি। গানটি প্রকাশের সময় সম্পর্কে জানতে চাইলে সেলিম চৌধুরী বলেন, যেহেতু গানটি হ্যাপি মুডের, তাই আমি চাচ্ছি এটি হুমায়ূন আহমেদের জন্মদিনে প্রকাশ করতে। গানটির ভিডিওটি বর্তমান সময়ের ট্রেন্ডি ঘরানার করতে চাই। আমি চাইছি হুমায়ূন আহমেদের ‘বরষার প্রথমদিনে’ গানের স্টাইলে করতে। যাতে আমাদের চিরায়ত গানের দৃশ্যায়ন ফুটে ওঠে। উল্লেখ্য, সেলিম চৌধুরী মৌলিক গানের পাশাপাশি হাসন রাজা, শাহ আবদুল করিম ও রাধারমণ দত্তের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। হুমায়ূন আহমেদের নাটকে গান গেয়ে প্রশংসিত হন। অন্যদিকে হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’সহ অনেক সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান তিনি।