জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক–সিনেমা অনুমতি ছাড়া বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউবে প্রদর্শন করায় দুঃখ প্রকাশ করেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে গতকাল বুধবার গাজীপুরের নুহাশ পল্লীতে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে শাওন বলেন, হুমায়ূন আহমেদ চলে গেছেন ১১ বছর। খুবই দুঃখজনক হলেও সত্য হুমায়ূন আহমদের বহু নাটক, সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে কোনো চুক্তি ছাড়াই প্রদর্শন করা হচ্ছে। খবর বিডিনিউজের।
হুমায়ূন আহমদ বেঁচে থাকতেও তারা এসবের জন্য অনুমতি নেয়নি, মৃত্যুর পরও তার উত্তরাধিকার কারো সাথে চুক্তি বা মৌখিক অনুমতিও নেয়নি। দেশের এসব ওটিটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। তাদের একজনকে উকিল নোটিসও পাঠিয়েছি, কিন্তু তিনি এটি গ্রহণ করেননি এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। ওটিটি প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া হুমায়ূন আহমেদের নাটক–সিনেমা প্রদর্শন বন্ধের দাবি জানান শাওন।
শাওন বলেন, হুমায়ূন আহমেদ কত বড় মাপের একজন লেখক, পরিচালক ও গীতিকার ছিলেন, কত বড় মাপের সৃষ্টিশীল সত্তা ছিলেন, তার শূন্যতা তার অনুপস্থিতে এখন অনুধাবন করা যায়। মৃত্যুবার্ষিকীতে জিয়ারত, কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত, মিলাদ এবং এতিমখানা ও মাদ্রাসার ২৫০ শিক্ষার্থীর মধ্যে খাবার বিতরণ করাসহ নানা কর্মসূচি পালন করা হয়।