শুটকিজ ইভেন্ট ম্যানেজম্যান্টের আয়োজনে চট্টগ্রামের রাঁধুনিদের জন্য ‘হুনি রাঁধনত গুনি হন’ শীর্ষক প্রতিযোগিতার ফাইনাল পর্ব আগ্রাবাদে একটি কনভেনশন সেন্টারে গত শনিবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সমাপনী দিনে মোট ৭ জন প্রতিযোগীর মধ্যে গ্রান্ড ফাইনাল পর্ব শেষ হয়। মোট ৪৬ জন প্রতিযোগীর মধ্যে বিচারকদের সরাসরি ভোটে কাউছারী সুলতানা চ্যাম্পিয়ন, সাথী সুজন প্রথম রানার্স আপ, জেসমিন আক্তার জেসী দ্বিতীয় রানার্স আপ নির্বাচিত হন। এই পর্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে সমাজসেবক ফরিদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে প্রথম ও দ্বিতীয় রানার্স আপের হাতে পুরস্কার তুলে দেন ইন্ডিপ্যান্ডেন্ট এ্যাপারেলের এমডি সাবেক বিজিএমইএ নেতা মোহাম্মদ আবু তৈয়ব, র্যাঙ্কস প্রপার্টিজ সিইও তানভির শাহরিয়ার রিমন। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন প্ল্যান বি এর ফাউন্ডার তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন আয়োজক কমিটির সদস্য সায়মা সুলতানা, আরাফাতুল ইসলাম আকিব। অনুষ্ঠানে বিচারক ছিলেন লিনাস রোজারিও, সাবিনা ইকরাম এ্যানি, রুবেনা রুবি, সায়মা সুলতানা, নুর আক্তার জাহান, কামরুন এন কে, ডা. উম্মে রুমানা, সুরঞ্জিত বড়ুয়া, সনজয় চৌধুরী। দ্বিতীয় পর্বে আর এবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম বাবুল, শেঠ গ্রুপের এমডি সোলেয়মান আলম শেঠ, সাহেলা আবেদিন রিমা, মোস্তারী মোর্শেদ স্মৃতি, ইফতেখার আবেদীন সম্মানিত অতিথি ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।