হুথির ক্ষেপণাস্ত্র হামলায় কার্গো জাহাজের নাবিক গুরুতর আহত : যুক্তরাষ্ট্র

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

এডেন সাগরে একটি কার্গো জাহাজ লক্ষ্য করে বৃহস্পতিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এক নাবিক মারাত্মকভাবে আহত হয়েছে। পরে আমেরিকান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেছে। মার্কিন সামরিক বাহিনী এ জানিয়েছে। খবর এএফপি’র। খবর বাসসের।

হুথিরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এবং তারা বলেছে, তারা গাজা উপত্যকায় চলমান ইসরায়েলহামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে। হুথিদের এমন হামলায় আন্তর্জাতিক জাহাজ চলাচলে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করলেও এক্ষেত্রে হতাহতের ঘটনা বিরল।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক বিবৃতিতে বলা হয়, ‘হুথিদের হামলায় পালাউয়ান পতাকাবাহী এম/ভি ভার্বেনা নামের জাহাজটিতে আগুন ধরে যায়। এতে একজন বেসামরিক নাবিক গুরুতর আহত হয়েছে। ক্রুরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জাহাজটির মালিক হচ্ছেন ইউক্রেনের নাগরিক।’

পূর্ববর্তী নিবন্ধজব্দ করা রুশ সম্পত্তি থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার ঋণ দেবে জি-৭
পরবর্তী নিবন্ধইসরায়েলের ৯টি সামরিক লক্ষ্যে হিজবুল্লার রকেট ও ড্রোন হামলা