হুতিদের ৫ ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোট বাহিনীর

| সোমবার , ৮ মার্চ, ২০২১ at ৮:৫৯ পূর্বাহ্ণ

ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা হুতিদের পাঠানো পাঁচটি সশস্ত্র ড্রোন ধ্বংস করেছে। রোববার সৌদি আরবের গণমাধ্যম আল আখবরিয়া ও আল আরাবিয়ার প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
ওই টেলিভিশন চ্যানেল দুটির প্রতিবেদনে বলা হয়েছে, জোট বাহিনী হুতিদের ছোড়া বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করে। তবে জোট বাহিনী মোট কয়টি ড্রোন শনাক্ত করেছিল বা সেগুলো কোন দিকে যাচ্ছিল, এসব বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। এর আগে গত বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর জেদ্দার একটি স্থাপনায় ড্রোন যোগে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল ইয়েমেনের হুতি বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধইরাকের মুসলিম খ্রিস্টানদের এক হতে পোপের আহ্বান
পরবর্তী নিবন্ধবাইডেনের করোনাভাইরাস ত্রাণ বিলে সিনেটের অনুমোদন