ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হেনেছে আর এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোররাতে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় জাফা এলাকার একটি পার্কে আঘাত হানে। খবর বিডিনিউজের। চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, বিস্ফোরণের ধাক্কায় ভেঙে পড়া কাঁচের আঘাতে ১৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশু রয়েছে। তাড়াহুড়া করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আরও ১৪ জন আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, যে পার্কে ক্ষেপণাস্ত্রটি পড়েছে সেখানে একটি গর্ত তৈরি হয়েছে। স্থানীয় সময় ভোররাত ৩টা ৪৪ মিনিটে হঠাৎ করে ইসরায়েলের পুরো মধ্যাঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে সাইরেন বেজে ওঠে, এতে লাখ লাখ ইসরায়েলি ঘুম থেকে উঠে আশ্রয়কেন্দ্রের উদ্দেশে ছুটতে শুরু করেন। টাইমস অব ইসরায়েল লিখেছে, মাত্র কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রাতের বেলা হুতিদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাধ্যাঞ্চলকে সচকিত করে তুললো। রয়টাসের খবরে বলা হয়েছে, ইরানের মিত্র হুতিদের এক মুখপাত্র জানান, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। তেল আবিবের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের শ্রার্পনেলের আঘাত ক্ষতবিক্ষত ১৪ জনকে চিকিৎসা দিয়েছে তারা, আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হেনেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে। তারা বলেছে, তারা ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। কী ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইসরায়েলের পুলিশ জানিয়েছে, তেল আবিব এলাকায় এক শহরে একটি ক্ষেপণাস্ত্র পড়েছে বলে খবর পাচ্ছে তারা। সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার ব্যর্থ প্রচেষ্টা ও সেটির আঘাতে হওয়া ক্ষয়ক্ষতি দেখা গেছে।