হুজাইফার মাথার খুলি খুলে রাখা হয়েছে, পাঠানো হলো ঢাকায়

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৯ পূর্বাহ্ণ

কঙবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে গুরুতর আহত ৯ বছরের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে পাঠিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ড। গতকাল মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর বিকালের দিকে তাকে নিয়ে ঢাকায় রওনা হন পরিবারের সদস্যরা। চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সানাউল্লাহ শামীম দৈনিক আজাদীকে বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মতে হুজাইফাকে ঢাকায় রেফার করা হয়েছে। সে এখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের চাপ কমাতে তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইসিইউ বিভাগের প্রধান ডা. হারুনুর রশীদ। গতকাল তিনি বলেন, হুজাইফার শারীরিক অবস্থা আগের মতোই সংকটাপন্ন। আজ (গতকাল) মেডিকেল বোর্ডের বৈঠক ছিল। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

হুজাইফার চাচা শওকত আলী বলেন, ওকে প্রশাসনের সহায়তায় ঢাকায় নিয়ে যাচ্ছি। আমাদের সাথে বিজিবি সদস্য এবং একজন ডাক্তার যাচ্ছেন।

হুজাইফা কঙবাজারের সীমান্ত লাগোয়া উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। রোববার সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হয় সে। টেকনাফ থেকে ওইদিন বিকালে তাকে চট্টগ্রামে নিয়ে আসেন তার চাচা শওকত আলী। রাতে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা মেয়েটির মাথায় অস্ত্রোপচার করলেও গুলি বের করতে পারেননি। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পূর্ববর্তী নিবন্ধচাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরি করুন : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধবহির্নোঙরে পণ্য হ্যান্ডলিংয়ে ধস