ছদ্মবেশে পরিচালিত অভিযানে ঘুষের টাকাসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মচারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ওই দুই কর্মচারীকে তাৎক্ষণিক চাকুরি থেকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। দুদকের হাতে ধৃত দুই কর্মচারী হলেন টিপু সোলতান (৩৭) ও মো. মোরশেদ আলম (৩০)। তারা আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারী।
দুদক সূত্রে জানা গেছে, চমেক হাসপাতালে হুইলচেয়ার ও ট্রলিপ্রতি রোগীদের কাছ থেকে ১০০ থেকে ৪০০ টাকা আদায় করে ধৃত দুই কর্মচারী। রোগী রিলিজের আগেও হুইলচেয়ার ও ট্রলির দায়িত্বে নিয়োজিত আউটসোর্সিং, স্পেশাল কর্মচারী ও আয়াকে চড়া মূল্যে ঘুষ দিতে হয়।
দুদক জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড ও গাইনি ওয়ার্ডে এনফোর্সমেন্ট অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, ছদ্মবেশে অবস্থান নেয়া দুদক টিম দেখতে পায়, আনসার, আউটসোর্সিং ও স্পেশাল ভিত্তিতে নিয়োজিত কর্মচারীগণ পরস্পর যোগসাজশে জরুরি বিভাগের মূল ফটকে সংকটাপন্ন রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে হুইল চেয়ার ও ট্রলির কৃত্রিম সংকটের মাধ্যমে কৌশলে টাকা আদায় করছে। এ সময় আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত টিপু ও মোরশেদকে ঘুষসহ হাতেনাতে ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট সোপর্দ করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুইজন কর্মচারীকে চাকুরি হতে বরখাস্ত করেন।