হুইলচেয়ার ও ট্রলি ব্যবহারে দিতে হয় ১শ-৪শ টাকা!

চমেক হাসপাতাল ।। ছদ্মবেশে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ দুই কর্মচারী আটক

আজাদী প্রতিবদন | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ছদ্মবেশে পরিচালিত অভিযানে ঘুষের টাকাসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মচারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ওই দুই কর্মচারীকে তাৎক্ষণিক চাকুরি থেকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। দুদকের হাতে ধৃত দুই কর্মচারী হলেন টিপু সোলতান (৩৭) ও মো. মোরশেদ আলম (৩০)। তারা আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারী।

দুদক সূত্রে জানা গেছে, চমেক হাসপাতালে হুইলচেয়ার ও ট্রলিপ্রতি রোগীদের কাছ থেকে ১০০ থেকে ৪০০ টাকা আদায় করে ধৃত দুই কর্মচারী। রোগী রিলিজের আগেও হুইলচেয়ার ও ট্রলির দায়িত্বে নিয়োজিত আউটসোর্সিং, স্পেশাল কর্মচারী ও আয়াকে চড়া মূল্যে ঘুষ দিতে হয়।

দুদক জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম১ এর সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড ও গাইনি ওয়ার্ডে এনফোর্সমেন্ট অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, ছদ্মবেশে অবস্থান নেয়া দুদক টিম দেখতে পায়, আনসার, আউটসোর্সিং ও স্পেশাল ভিত্তিতে নিয়োজিত কর্মচারীগণ পরস্পর যোগসাজশে জরুরি বিভাগের মূল ফটকে সংকটাপন্ন রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে হুইল চেয়ার ও ট্রলির কৃত্রিম সংকটের মাধ্যমে কৌশলে টাকা আদায় করছে। এ সময় আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত টিপু ও মোরশেদকে ঘুষসহ হাতেনাতে ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট সোপর্দ করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুইজন কর্মচারীকে চাকুরি হতে বরখাস্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ বিটের পাশে কাটা হচ্ছে পাহাড়
পরবর্তী নিবন্ধশিশুটির মৃত্যু কীভাবে হলো?