জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার-২০১৩ পাওয়ায় পটিয়াবাসীর পক্ষ থেকে বিমানবন্দরে সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল শনিবার দেশে ফিরলে চট্টগ্রাম বিমান বন্দরে পটিয়াবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, আমার জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তি পটিয়াবাসীর জন্য একটি গৌরব ও আনন্দের। আমি এ পুরস্কার বাংলাদেশের আধুনিক ক্রীড়ার প্রবক্তা ও আবাহনীর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে উৎসর্গ করেছি। এ পুরস্কার ক্রীড়ার প্রতি আমার দায়িত্ব কর্তৃব্য আরো বাড়িয়ে দিল। আগামীতে চট্টগ্রামসহ পটিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে ক্রীড়া ক্ষেত্রে আরো ব্যাপক কাজ করে যাব।
গত ১১ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কার-২০১৩ থেকে ২০২০ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং একটি সম্মাননাপত্র গ্রহণ করেন হুইপ সামশুল হক চৌধুরী।












