হুইপ সামশুল হক চৌধুরীকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২২ মে, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার-২০১৩ পাওয়ায় পটিয়াবাসীর পক্ষ থেকে বিমানবন্দরে সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল শনিবার দেশে ফিরলে চট্টগ্রাম বিমান বন্দরে পটিয়াবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, আমার জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তি পটিয়াবাসীর জন্য একটি গৌরব ও আনন্দের। আমি এ পুরস্কার বাংলাদেশের আধুনিক ক্রীড়ার প্রবক্তা ও আবাহনীর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে উৎসর্গ করেছি। এ পুরস্কার ক্রীড়ার প্রতি আমার দায়িত্ব কর্তৃব্য আরো বাড়িয়ে দিল। আগামীতে চট্টগ্রামসহ পটিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে ক্রীড়া ক্ষেত্রে আরো ব্যাপক কাজ করে যাব।

গত ১১ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কার-২০১৩ থেকে ২০২০ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং একটি সম্মাননাপত্র গ্রহণ করেন হুইপ সামশুল হক চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধতির্যক নাট্যগোষ্ঠীর নাট্যকর্মী সংগ্রহ
পরবর্তী নিবন্ধবিশ্ব মেডিটেশন দিবস পালিত