জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে বিচারিক আদালতের দেওয়া আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই স্থগিতাদেশ দেয়। এর ফলে শামসুল হকের বিদেশযাত্রায় এই ‘মুহূর্তে কোনো প্রতিবন্ধকতা’ নেই বলে তার আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান জানিয়েছেন।
শামসুল হকের পক্ষে শুনানিতে মুস্তাফিজুর রহমান খানের সঙ্গে ছিলেন আইনজীবী হারুন অর রশিদ। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। ‘ঘুষ, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ক্যাসিনোর কারবার ও মুদ্রা পাচারের’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের এক আবেদনে গত ৮ জুন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ আওয়ামী লীগের সাংসদ শামসুল হক চৌধুরীসহ ছয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞায় দেন। খবর বিডিনিউজের।
ওই আদেশ স্থগিতের পাশাপাশি কেন ওই নিষেধাজ্ঞা ‘অবৈধ’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাই কোর্ট রুলও দিয়েছে বলে আইনজীবী মুস্তাফিজুর রহমান খান জানিয়েছেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার আদেশ চ্যালেঞ্জ করে আমরা রিট আবেদন করেছিলাম। প্রাথমিক শুনানির পর আদালত সন্তুষ্ট হয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করার পাশাপাশি রুল দিয়েছেন। সুতরাং এই স্থগিতাদেশের প্রেক্ষাপটে উনার (শামসুল হক চৌধুরী) বিদেশ যাওয়ার ব্যাপারে এই মুহূর্তে কোনো রকম প্রতিবন্ধকতা নেই।