পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ‘পাহাড়িকা গ্রামে’ কোরবানি উপলক্ষে হুইপ সামশুল হক চৌধুরী এমপির উপহারের গরু ও ছাগল পেলেন প্রকল্পের দুইশতাধিক পরিবার। তিনি গত শুক্রবার উপজেলার হাইদগাঁও আশ্রয়ণ প্রকল্পের ‘পাহাড়িকা গ্রামে’ মুসলিম পরিবারের জন্য একটি গরু ও হিন্দু পরিবারের জন্য একটি ছাগল উপহার প্রদান করেন। এছাড়াও প্রতিটি পরিবারে আটা ও ময়দা বিতরণ করা হয়। হুইপ সামশুল হক এমপি বলেন, পাহাড়িকা গ্রামে বসবাসকারী ও শেখ হাসিনা প্রদত্ত ঘর পাওয়া প্রত্যেক মানুষ প্রধানমন্ত্রীর মেহমান। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাওয়া প্রতিটি পরিবারে কোরবানি উপলক্ষে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। সরকার যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এ উপহার সামগ্রী প্রদান অব্যাহত থাকবে। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের জন্য গরু-ছাগল ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রদানকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক, আবুল বশর চৌধুরী, রতন চক্রবর্তী, মাহফুজুল হক হাফেজ, শহিদুল ইসলাম জুলু, মো. ফয়সাল, আবদুর রাজ্জাক চৌধুরী, ফয়জুল আবেদিন সজীব, আরাফাতুর ইসলাম রুবেল, ইকরাম হোসেন অভি।