হীরক রাজার দেশের মতো দড়ি ধরে টান মারতে হবে : ফখরুল

| মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘দড়ি ধরে টান মারার’ জন্য সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বগুড়ায় এক সমাবেশে তিনি এই আহ্বান জানান। বিএনপির সহযোগী তিন সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এই ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করে। খবর বিডিনিউজের। সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমার কথা তুলে ধরে ফখরুল বলেন, একটা মূর্তি বানিয়েছিল.. ওই রাজার মূর্তি। ওই মূর্তি উদ্বোধন করবে যেদিন সেদিন হাজার হাজার লোক এসে গেল। একটা দড়ি লাগিয়ে মানুষ বলল, ‘দড়ি ধরে মার টান, রাজা হবে খান খান’। আজকে এই দড়ি ধরে টান মারতে হবে। আর রাজাকে খান খান করতে হবে। যুবকদের আন্দোলনের সম্পৃক্ত হওয়ার আহ্বান করে তিনি হেলাল হাফিজের কবিতার চরণ নিয়ে বলেন, আজকে সময় আপনাদের, সময় হচ্ছে তরুণদের। এখন যুদ্ধে যাওয়া সময় যুবকদের।

বিএনপি মহাসচিব তাদের চাওয়া তুলে ধরে বলেন, আমাদের দাবি একটাই, আমাদের ভোটাধিকার ফেরত দিতে হবে, পদত্যাগ কর, সংসদ বিলুপ্ত কর এবং একটি তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা তুলে দাও।

ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগের নেতারা ‘আবোলতাবোল’ বলতে শুরু করে দিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন, কারও ভয়ে নাকি তিনি ভীত না। ভীত যদি না হবেন, তাহলে বিদেশ থেকে ফিরে এসে জনগণের সামনে একথা বললেন কেন যে, ‘আমাকে তারা সরায় দিতে চায়’। কারা সরাতে দিতে চায়? কেন সরাতে চায়? আপনি ভয় পান না! আবার বলেন যে, ‘অনেক শক্তিশালী সেই দেশআমাকে দুই মিনিটে শেষ করে দিতে পারে’। আবার ওদের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) বলছেন, ভিসানীতিতে তারা ভয় পান না। তারা নাকি নতুন ভিসানীতি তৈরি করবেন। এখন জনগণ কী বলবে? জনগণ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এদের কথা শুনলে ঘোড়াও হাসে।

ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি এখনও করতে না পারায় সরকারের কঠোর সমালোচনা করেন ফখরুল।

ঋণের বোঝা : সরকার মেগা প্রকল্প করে দেশবাসীর উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা। তিনি বলেন, মেগা প্রজেক্ট করছে, সেই প্রজেক্টে যা খরচ হয়, সেটা তিন গুণচার গুণ টাকা নিয়ে আসছে, সেই টাকা আবার আমাদের পকেট থেকে কেটে নেওয়া হচ্ছে। আপনি যে মোবাইল ফোন ব্যবহার করে না সেই মোবাইল ফোনে টাকা ভরলে দেখবেন ১০০ টাকা ভরলে ৩০ টাকা নাই। কোথায় যায়? ওই আওয়ামী লীগের পকেটে। বিদ্যুতের বিলে দেখবেন একই অবস্থা। আমরা ঢাকায় যারা কার্ডে বিল দেই ১০০০ টাকা, ভরলে ৩০০ টাকা নাই।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টে বিজয়ী চট্টগ্রামের রোবট্রি বাংলাদেশ
পরবর্তী নিবন্ধহারবে বুঝে ভোট প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি : কাদের