জীবন হঠাৎ থেমে যায়
নিঃশ্বাসে ঘুরছে অচেনা হিলিয়াম
স্বাদহীন, বর্ণহীন হিলিয়ামকে উড়িয়ে
দেই অস্পষ্ট জোৎস্নার নদীতে
সমুদ্রের গভীরে ভাসিয়ে দেই
এক টুকরো ঝিনুক পাব বলে
যদি মুক্তা না মেলে
হিলিয়াম মহা বলয়ে শূন্যে মিশিয়ে দেই
একটা আকার খুঁজছি
হৃদয়ের হৃদস্পন্দনে টিপটিপ শব্দস্রোত
শরীরের প্রাচীরে পেরক ঠুকঠাক
আমার শরীরের ওজন
মানুষের গড় আয়ু ছুঁইছুঁই
রক্তের লোহিত কণিকা
টিকটিকির রক্তে ফিরে যেতে চাইছে
ইট সিমেন্টের পাসটটারে ফুটেছে দেখো অর্কিড
এখনো অষ্টাদশী ষোড়শী মতো
আমি তোমার চুম্বনের স্বাদে বিমোহিত হচ্ছি
কৃষ্ণপক্ষ অতিক্রম করে
আমি উড়িয়ে নিয়ে যাব তোমায় হিলিয়ামের খামে
আমার গ্রহপুঞ্জের ভিড়ে!