হিলভিউতে সাজাপ্রাপ্ত দম্পত্তি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

সাজাপ্রাপ্ত পলাতক এক দম্পত্তিকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. রেজাউল করিম (৫২) ও তার স্ত্রী শাহীন আক্তার। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানার মিমি সুপার মার্কেটের পিছনে হিলভিউ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সদরঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, রেজাউল করিমের বিরুদ্ধে সদরঘাট থানায় সিআর ৫টি মামলায় সাজা, ১০টি সিআর ও একটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে সদরঘাট থানায় সিআর একটি মামলায় সাজা ও সিআর ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।

পূর্ববর্তী নিবন্ধ২৬ গণপরিবহনকে ৪৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশংকর মঠ ও মিশনের শতবর্ষপূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন