নগরীর হিলভিউ আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৫ম তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হিলভিউ আবাসিক এলাকার ৪ নম্বর রোডে একটি ভবনের ৫ম তলায় পাইপ ফিটিংসের কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হোসেন মানিক (৩৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার আবদুল মজিদের ছেলে। তিনি বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর এলাকায় থাকতেন। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটির কার্যকরী সভাপতি আবদুল হালিম আজাদীকে জানান, মোজাম্মেল হোসেন মানিক আমাদের সংগঠনের সদস্য। তিনি পাইপ ফিটিংয়ের কাজ করতেন। হিলভিউ আবাসিক এলাকার ৪ নম্বর রোডে একটি ভবনের ৫ম তলায় কাজ করার সময় নিচে পড়ে মারা গেছেন।












