জ্যোতির্ময় আলোকিত একদিন, এক প্রহর, এক দুপুর।
ঝলমলে মধ্য জুন ১৯৭৫, তোমাকে প্রথম এবং শেষ দেখেছি।
তুমি বেতবুনিয়া ভূ–উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করতে যাচ্ছিলে,
পথে হাজারো জনতার ভালোবাসায় থামতে হলো
বারংবার। প্রিয় নেতা, আপ্লুত প্রিয় জনতাকে,
তুমি রাঙিয়ে
দিলে স্নেহের উষ্ণতায়, ভালোবাসার চাদরে।
গন্তব্যস্থলে পৌঁছার আগে, পৌঁছলে সর্বোচ্চ বিদ্যাপীঠে,
অপেক্ষারত ক্লান্ত পণ্ডিতদের কাছে ক্ষমা চাইলে করজোড়ে!
কী বিনয়! কী শ্রদ্ধা!
তোমার এই বিনয় মুহূর্তে সবার
অপেক্ষার ক্লান্তি ঘুছে গেলো।
তোমার শুভ্র দর্শন,
পরিণত হলো এক নির্মল আনন্দে।
আমরা সম্মুখে এক কালো ফ্রেমের চশমা পরা হিমালয়কে দেখলাম।
ধবধবে সাদা পাঞ্জাবিতে মনভরে দেখলাম অবিসংবাদিত প্রিয় নেতাকে।
ফুলেল সম্ভাষণে, পুস্পের বৃষ্টিস্নাত হলে তুমি!
এই তোমাকে প্রথম দেখা, শেষ দেখা।