হিমায়িত খাদ্যের পুষ্টিগুণ ও নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য সারাদেশে ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ পালন করা হচ্ছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় আইআরজি ডেভলোপমেন্ট সার্ভিসেস লিমিটেড (আইআরজিডিএসএল) রবিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে একটি বিশেষ ক্যাম্পেইন আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইলিয়াস। বিশিষ্ট কৃষি ও প্রাণিসম্পদ অর্থনীতিবিদ ও প্রকল্প টিম লিডার প্রফেসর ডক্টর এস এম ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ ডক্টর তারেক মাহমুদ, প্রাণী সম্পদ ও পুষ্টি বিশেষজ্ঞ ডক্টর এস এম রাজিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইলিয়াস বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে এবং খাদ্যের পুষ্টিমান ঠিক রাখতে আমাদের অবশ্যই হিমায়িত খাদ্য মাংস ও দুধ খেতে হবে। খোলা বাজারের খাবারে নানা ধরণের স্বাস্থ্যঝুঁকি থাকে কিন্তু হিমায়িত খাবার থাকে জীবাণুমুক্ত। আবার অনেক সময় রোগাক্রান্ত পশু জবাই করা হয় বা বিক্রির জন্য এক স্থান থেকে অন্য জায়গায় নেয়া হয়। এরফলে ঐ রোগ পুরা রাস্তায় বা ভোক্তার শরীরে ছড়াতে থাকে। তাই খাদ্য আমাদের নিরাপদ ও পুষ্টিকর খাবার খাওয়ার জন্য সবাইকে সচেতন হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।