হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবেদন মোটিভেটেড : প্রেস সচিব

নিয়মিত অপরাধের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে উপস্থাপন করছে

| বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগঠনটির প্রতিবেদনকে মোটিভেটেড বর্ণনা করে তিনি বলেছেন, মোটিভেটেড রিপোর্টের ওপরে বাংলাদেশকে অনেকেই পোর্ট্রেট করতে চাচ্ছে।

সেখানে দেখাতে চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে। প্রতিবেদনে এই ধরনের প্রজেকশনটা করে এর আগে আরও দুটো প্রতিবেদন তারা দিয়েছিল। সেগুলো নিয়ে পুলিশ কেস টু কেস তদন্ত করে দেখে দুয়েকটা বাদে বাকিগুলোর ক্ষেত্রে সামপ্রদায়িক কারণ ছিল না। গতকাল দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে কথা বলছিলেন প্রেস সচিব। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নিয়মিত অপরাধের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরছে বলে সেখানে মন্তব্য করেন তিনি। খবর বিডিনিউজের।

শফিকুল বলেন, তাদের সাম্প্রতিক প্রতিবেদনের ১১টি ঘটনার তদন্ত করেছে পুলিশ। তবে একটির সঙ্গেও সাম্প্রদায়িক সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাদের প্রত্যেকটা প্রতিবেদন স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হয়েছে। আমরা দেখছি সংগঠনটির প্রতিবেদন তৈরিতে স্বচ্ছতা নেই। তাদের প্রতিবেদন ধরে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা হচ্ছে। আশা করব বাংলাদেশি নাগরিক হিসেবে তারা গঠনমূলক হবে। বারবার তাদেরকে বলেছি প্রতিবেদন সংশোধন করার জন্য, কিন্তু তারা সেটা করেন নাই। তারা যে প্রতিবেদন তৈরি করে সেটা বিশ্বের অনেকেই টুইট করে। দেখা যাচ্ছে ইউএসএ সিনেটে বা ইউকে কমনসে এই প্রতিবেদনগুলো উদ্ধৃতি (সাইটেশন) করেন।

ভুল তথ্য ছড়ানোর অভিযোগে’ সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, এ প্রশ্নে তিনি বলেন, আপাতত আমরা চাচ্ছি তারা গঠনমূলক রোল পালন করবে। দেশের মানবাধিকার নিয়ে সবাই রিপোর্ট করুক, সত্যটা উঠে আসুক।

পূর্ববর্তী নিবন্ধজারার প্রশ্ন, জবাবে যা বললেন সারজিস
পরবর্তী নিবন্ধহাঁটার চেষ্টা করেছেন তামিম