হিন্দু ফাউন্ডেশনের ৪২তম বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের ৪২তম বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার সকালে মোমিন রোডস্থ মৈত্রী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাধারণ সভা উদ্বোধন করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। মৈত্রী ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সংগঠনের পাতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৪২তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করা হয়। বাহিফার চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্যের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন অজিত কুমার আইচ।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী ঊষা আচার্য্য ও তার সহশিল্পীরা। স্বাগত বক্তব্য দেন, মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। বক্তব্য দেন, প্রাক্তন চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার, প্রাক্তন মহাসচিব শ্যামল কুমার পালিত ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক হারাধন নাগ। সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন বিশ্বজিৎ পালিত ও বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন আশুতোষ সরকার। সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।

এছাড়া নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী, শিক্ষা, বিবাহ, স্বাস্থ্য, ত্রাণ ও পুনর্বাসন সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেনজ্যোর্তিময় চৌধুরী কাজল, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অ্যাড. সুমন কৃষ্ণ দাশ, ডা. অনির্বাণ ঘোষ, সুভাষ দাশ। বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন, ইন্দু নন্দন দত্ত, স্বপন দাশগুপ্ত, ডা. সুভাষ চন্দ্র সূত্রধর, সজল কান্তি চৌধুরী, প্রণব দাশগুপ্ত, ডা. অশোক কুমার দেব ও অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে জাকবিরোধী অভিযান
পরবর্তী নিবন্ধনামছে ভূগর্ভস্থ পানির স্তর, সীতাকুণ্ডে অকেজো ১০ হাজার নলকূপ