আর্ত মানবতার সেবায় দুস্থ মানুষের পাশে থাকতে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন বদ্ধপরিকর। গতকাল রবিবার মৈত্রী ভবন হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে চিকিৎসা ও বিবাহ অনুদান প্রদানকালে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এ কথা বলেন। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত জোৎস্না বৈদ্য, ব্রেন স্ট্রোক ও পেরালাইজড রোগী মনজু দাশ, ক্যান্সার রোগী কাঞ্চন জলদাশ, কিডনি রোগী প্রফুল্ল কুমার নাথ, ক্যান্সার রোগী সিন্ধু রাণী দাশ, হার্টে ছিদ্র শিশু রিদতিকা দাশ (সুরভি) চিকিৎসা সাহায্য প্রদান করা হয়। এছাড়াও বিবাহ সাহায্যের আবেদনকারীদের সর্বমোট ১ লাখ ২৫ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বাহিফা চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চৌধুরী, ভাইস– চেয়ারম্যান অধ্যাপক হারাধন নাগ, প্রাক্তন মহাসচিব শ্যামল কুমার পালিত, সহ–মহাসচিব বিশ্বজিৎ পালিত, শিক্ষা সচিব অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, সাংগঠনিক সচিব আশুতোষ সরকার, স্বাস্থ্য সচিব ডা. অনির্বাণ ঘোষ, বিবাহ সচিব অ্যাডভোকেট সুমন কৃষ্ণ দাশ, সদস্য অজিত কুমার দাশ ও রিমন মহুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।