হিন্দু পারিবারিক আইন সংস্কার নিয়ে বিভ্রান্তি বন্ধে সনাতনী কল্যাণ সংঘের আহ্বান

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

হিন্দু পারিবারিক আইন সংস্কার নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘ। গতকাল সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীরভাবে লক্ষ্য করছে, হিন্দু পারিবারিক আইন সংস্কার নিয়ে একটি পক্ষ স্পর্শকাতর মন্তব্য প্রচার ও প্রকাশ করছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সকলকে সংযত আচরণ করার আহ্বান জানানো হয়। বিবৃতি দেন সংগঠনের সভাপতি কানাই লাল ঘোষ, সাধারণ সম্পাদক সুমন ভট্টাচার্য্য, সহসভাপতি অরুণ কান্তি ভট্টাচার্য্য, সুজিত চ্যাটার্জী, নরেশ চন্দ্র দাস, সংগঠনের প্রচার সম্পাদক সুব্রত ভট্টাচার্য্য প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা ও হাটহাজারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপটিয়া পাঁচুরিয়া তপোবন আশ্রমে উৎসব