হিন্দি সিনেমায় বাংলা লোকগান

একতারা হাতে জেনেলিয়া

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৭:২৬ পূর্বাহ্ণ

লালসাদা ঘাঘরা দুলিয়ে, একতারা হাতে নাচছেন আর বাংলায় গাইলেন জেনেলিয়া ডি’স্যুজা। ‘বাদশা’র ‘গেন্দা ফুল’ গানের মতো কোনও মিউজিক ভিডিও নয়, ‘ট্রায়াল পিরিয়ড’ সিনেমার জন্য ব্যবহার করা হয়েছে ‘গোলেমালে পিরিত কইরো না’ গানটি। এর সঙ্গে পর্দায় অভিনয় করেছেন জেনেলিয়া। খবর বাংলানিউজের।

জেনেলিয়ার ঠোঁটে ‘গোলেমালে পিরিত কইরো না’ গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। তাকে সঙ্গ দিয়েছেন দেব নেগি ও কৌশিকগুড্ডু। কৌশিক আর গুড্ডুই নতুনভাবে গানের সুর সাজিয়েছেন। গীতিকার হিসেবে ‘ট্রাডিশনাল ফোক’ লেখা হয়েছে। র‌্যাপের অংশটি গুড্ডু গেয়েছেন। গানের ভিডিওতে মূলত জেনেলিয়া ও মানবের রসায়ন দেখানো হয়েছে। না চাইতেও যেন কাছাকাছি চলে আসে দুই চরিত্র। ভিডিও দেখে অনুমান করা যায় জেনেলিয়ার চরিত্রের সঙ্গে বাঙালি যোগসূত্রও রয়েছে। এতে বাড়তি মাত্রা যোগ করেছে শ্রেয়া ঘোষালের কণ্ঠ। কমেডিড্রামা ঘরনার ‘ট্রায়াল পিরিয়ড’ পরিচালনা করেছেন আলেয়া সেন।

পূর্ববর্তী নিবন্ধঐক্যবদ্ধ কাজের ফলাফল দীর্ঘতর ও স্থায়ী হয়
পরবর্তী নিবন্ধউদীচীর রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী